স্টাফ করেসপনডেন্ট, টাঙ্গাইল:
অতিরিক্ত গাড়ির চাপ ও একাধিক দুর্ঘটনার কারণে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৪ কিলোমিটার এলাকা জুড়ে ধীরগতিতে যানবাহন চলাচল করছে। বৃহস্পতিবার (১৩ জুন) বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড় থেকে কালিহাতীর এলেঙ্গা পর্যন্ত এই ধীরগতি ও যানজটের সৃষ্টি হয়।
এলেংগা পুলিশ ফাড়ির ওসি মীর মোহাম্মদ সাজেদুর রহমান জানান, মধ্যরাত থেকে যানবাহনের চাপ বেড়ে গেছে এই মহাসড়কে। তাছাড়া মহাসড়কের বিভিন্ন জায়গায় একাধিক দুর্ঘটনা ঘটেছে। তবে কেউ মারা যায়নি।
দুর্ঘটনা কবলিত যানবাহন সরিয়ে নিতে কিছুটা সময় লেগে যাওয়ায় ধীরগতিতে যানবাহন চলাচল করছে। তবে কোথাও কোনো যানজট নেই জানিয়ে তিনি আরও বলেন, মহাসড়কে পর্যাপ্ত পুলিশ কাজ করছে।
/এমএইচ
Leave a reply