ঈদে মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে কঠোর অবস্থানে র‍্যাব

|

ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম।

আজ বৃহস্পতিবার (১৩ জুন) সকালে কমলাপুর রেলস্টেশন পরিদর্শনে এসে তিনি জানান, টিকিট কালোবাজারিদের বিরুদ্ধে র‍্যাবের গোয়েন্দা নজরদারি রয়েছে। যাত্রীদের কেউ হয়রানির শিকার হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

আরাফাত ইসলাম আরও বলেন, শুধু রেল নয়, নৌপথ ও সড়কপথেও মাঠে থাকবে র‍্যাব। অজ্ঞান পার্টি ও মলম পার্টির সদস্যদের ওপরেও র‍্যাবের গোয়েন্দা নজরদারি রয়েছে। এজন্য যাত্রীদেরও সর্তক থাকতে হবে বলে জানান তিনি।

এদিকে, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বুধবার (১২ জুন) থেকে শুরু হয় ‘স্পেশাল’ ট্রেন সার্ভিস। তবে প্রথম দিনেই শিডিউল বিপর্যয়ে পড়ে রাজধানীর কমলাপুর থেকে ছেড়ে যাওয়া সকল ট্রেন। আজও রাজধানী ছাড়ছেন নগরবাসী।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply