Site icon Jamuna Television

শান্তিরক্ষা মিশনে যাওয়া কন্টিনজেন্টের প্রতি নির্দেশনা বিমানবাহিনী প্রধানের

মঙ্গলবার এয়ার মার্শাল র‍্যাঙ্ক পরিয়ে দেয়া হয় বিমানবাহিনী প্রধান হাসান মাহমুদ খাঁনকে।

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রগামী কন্টিজেন্টের সদস্যদের উদ্দেশে দিক নির্দেশনামুলক নির্দেশনা দিয়েছেন বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খাঁন।

আজ বৃহস্পতিবার (১৩ জুন) সকালে ঢাকা সেনানিবাসে শান্তিরক্ষী সদস্যদের উদ্দেশে তিনি বলেন– মিশনে সততা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। অর্পিত দায়িত্ব পালনের মধ্য দিয়ে বাংলাদেশ বিমানবাহিনী ও দেশের সুনাম বয়ে আনার আহ্বান জানান কন্টিনেন্ট সদস্যদের প্রতি।

পরে মিশনের সাফল্য কামনায় আয়োজিত বিশেষ দোয়া অনুষ্ঠানে অংশ নেন বিমানবাহিনী প্রধান। এসময় বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসারসহ অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। আগামী ১৭ জুন কন্টিনজেন্টের সদস্যরা মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের উদ্দেশে যাত্রা করবেন।

প্রসঙ্গত, মঙ্গলবার (১১ জুন) নবনিযুক্ত বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খাঁন দায়িত্বভার গ্রহণ করেন। এদিন তাকে এয়ার মার্শাল র‍্যাঙ্ক পরিয়ে দেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।

/এএম

Exit mobile version