আত্মত্যাগের জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে, বাহিনীর সদস্যদের উদ্দেশে সেনাপ্রধান

|

৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডে মাল্টিপারপাস ‘শেড হল-৪৬’ এর শুভ উদ্বোধন করলেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। উদ্বোধন শেষে দেয়া বক্তবে বাহিনীর সদস্যদের উদ্দেশে তিনি বলেন, স্বাধীনতার চেতনা ধারণ করে আত্মত্যাগের জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে।

বৃহস্পতিবার (১৩ জুন) সকালে ঢাকা সেনানিবাসে এই মাল্টিপারপাস শেডের উদ্বোধন করেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

এসময় সেনাপ্রধান বলেন, এই শেডে যেকোন দুর্যোগপূর্ণ আবহাওয়ায় প্রশিক্ষণ ও অন্যান্য প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা যাবে। জাতীয় ও বাহিনীর নিজস্ব বিভিন্ন অনুষ্ঠান পরিচালিত হবে এখানে।

‘হল-৪৬’ এর সঠিক ব্যবহার নিশ্চিতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন সেনাপ্রধান। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাগণ ও সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply