ডাচদের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

|

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের স্বপ্ন বাঁচিয়ে রাখতে নেদারল্যান্ডসের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১৩ জুন) সেন্ট ভিনসেন্টের কিংস্টাউন আরনেস ভেলেতে রাত পৌনে ৯টায় শুরু হবে ম্যাচটি।

রাত সাড়ে ৮টায় দু’দলের লড়াই শুরু হওয়ার কথা ছিল। তবে বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে ম্যাচ শুরু হয়নি। রাত পৌনে নয়টায় মাঠে গড়াবে বল। এই ম্যাচে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস।

ম্যাচে বাংলাদেশের একাদশে কোনো পরিবর্তন নেই। অর্থাৎ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলা একাদশ নিয়েই মাঠে নামছেন অধিনায়ক শান্ত।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব।

নেদারল্যান্ডস একাদশ: মাইকেল লেভিট, ম্যাক্স ও’ডাউদ, বিক্রমজিৎ সিং, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখ্ট, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), বাস ডি লিডে, লোগান ভ্যান বেক, টিম প্রিংগেল, আরিয়ান দত্ত, পল ভ্যান মিকেরেন ও ভিভিয়ান কিংমা।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply