ব্যর্থতার বৃত্তেই ঘুরপাক খাচ্ছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। নেদারল্যান্ডসের বিপক্ষেও ব্যর্থ হয়েছেন এই ব্যাটার। তানজিদ হাসান তামিমের সাথে ওপেনিংয়ে নেমে মাত্র এক রান করেই সাজঘরে ফিরেছেন শান্ত। তার বিদায়ে দলীয় ৩ রানেই প্রথম উইকেট হারিয়েছে বাংলাদেশ।
টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের স্বপ্ন বাঁচিয়ে রাখার লক্ষ্যে বৃহস্পতিবার (১৩ জুন) নেদারল্যান্ডসের মুখোমুখি হয় বাংলাদেশ। সেন্ট ভিনসেন্টের কিংস্টাউন আরনেস ভেলেতে টসে হেরে আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। বৃষ্টির কারণে নির্ধারিত ১৫ মিনিট পর রাত পৌনে ৯টায় শুরু হয় দু’দলের লড়াই।
ম্যাচে বাংলাদেশের একাদশে কোনো পরিবর্তন নেই। অর্থাৎ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলা একাদশই মাঠে নেমেছে।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব।
নেদারল্যান্ডস একাদশ: মাইকেল লেভিট, ম্যাক্স ও’ডাউদ, বিক্রমজিৎ সিং, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখ্ট, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), বাস ডি লিডে, লোগান ভ্যান বেক, টিম প্রিংগেল, আরিয়ান দত্ত, পল ভ্যান মিকেরেন ও ভিভিয়ান কিংমা।
/এনকে
Leave a reply