ইউক্রেনকে পাঁচ হাজার কোটি ডলার ঋণ জি-সেভেনের

|

ইউক্রেনকে পাঁচ হাজার কোটি ডলারের ঋণ দেবে জি-সেভেনের সদস্যরা। বৃহস্পতিবার (১৩ জুন) ইতালিতে শুরু হওয়া শীর্ষ সম্মেলনে এই সিদ্ধান্ত নেন জোটের নেতারা। খবর বিবিসির।

ইউক্রেনকে এই অঙ্কের ঋণ দেয়ার ক্ষেত্রে সম্মত হয়েছেন জি-সেভেনের নেতারা। জোটভুক্ত দেশগুলোতে জব্দ করা রুশ সম্পদের মুনাফা থেকে দেয়া হবে এই ঋণ। যা চলতি বছরের শেষ নাগাদই পৌঁছাবে ইউক্রেনে।

তিনদিনের সম্মেলনে প্রথম দিন ‘ইউক্রেন যুদ্ধ’ নিয়ে বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়। যাতে অংশ নেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কিও। এসময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাকরনসহ অন্যান্য দেশের প্রধানরা উপস্থিত ছিলেন। বৈঠকে অংশ নিয়েছেন জোটটির অংশীদার ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কর্মকর্তারাও।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply