হিজবুল্লাহর হামলায় কাঁপলো ইসরায়েলের উত্তরাঞ্চল। বৃহস্পতিবার (১৩ জুন) সন্ধ্যায় একক হামলায় ত্রিশটি ড্রোন ও ১০০টিরও বেশি রকেট ছুড়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি। এ তথ্য দিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
হিজবুল্লাহর দাবি, এর আগে কখনও ইসরায়েলের ভুখণ্ডে একসাথে এতো ড্রোন-রকেট ছোড়েনি তারা। ইসরায়েলের একটি সেনা কমান্ড, গোয়েন্দা কার্যালয় ও মিলিটারি ব্যারাকে চালানো হয় এই হামলা।
ইসরায়েল বলছে, ৪০টি রকেট ও সাতটি ড্রোন সীমান্ত অতিক্রম করেছে। হামলায় ইসরায়েলের উত্তরাঞ্চলের কয়েকটি স্থানে ছড়িয়ে পড়েছে আগুন। যা নেভাতে হিমশিম খেতে হচ্ছে দেশটিকে।
গাজায় আগ্রাসন শুরুর পর থেকেই উত্তপ্ত ইসরায়েল-লেবানন সীমান্ত। সম্প্রতি, তেল আবিবের হামলায় হিজবুল্লাহর এক শীর্ষ নেতা নিহত হওয়ার পর হামলার মাত্রা বাড়িয়েছে গোষ্ঠীটি।
/এএম
Leave a reply