যথেষ্ট জোগান নিয়ে জমার অপেক্ষায় ঢাকার পশুর হাট

|

কোরবানির ঈদের বাকি আর মাত্র দুই দিন। রাজধানীর হাটগুলোতে রয়েছে যথেষ্ট পশুর জোগান। সরেজমিনে দেখা গেছে, হাটগুলোতে আসছেন ক্রেতারা, ঘুরে ফিরে দেখছেন, কেউ কেউ কিনছেনও। তবে ঈদের দুই দিন আগেও পুরোপুরি জমে ওঠেনি কেনা-বেচা।

একই চিত্র ঢাকার অন্যতম বড় হাট গাবতলীতেও। জুমার পর হাটে ক্রেতা সমাগম বৃদ্ধির পাশাপাশি বেচা-কেনাও বাড়বে বলে আশা ব্যাপারীদের।

দাম নিয়ে ক্রেতা-বিক্রেতা উভয়ের মাঝে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ব্যাপারীরা বলছেন, গরুর খাবারের দাম বাড়ায় লালন-পালনে খরচ বেড়েছে। এবার বড় গরুর চাহিদা তুলনামূলক কম। অনেকে ছোট ও মাঝারি সাইজের গরু বেশি পছন্দ করছেন।

অন্যদিকে ক্রেতারা জানিয়েছেন, গরুর আকারের তুলনায় দাম বেশি চাওয়া হচ্ছে। বড় গরুর দাম চড়া, তাই ছোট ও মাঝারি সাইজের গরু খুঁজছেন তারা। নিরাপত্তা জোরদার করা হয়েছে রাজধানীর সব হাটেই।

/এমএইচ/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply