কলকাতার অ্যাক্রোপলিস মলে ভয়াবহ আগুন লেগেছে। সেখান থেকে বেশকিছু মানুষকে উদ্ধার করা হলেও এখনো অনেকে আটকা রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
শুক্রবার দুপুরে আগুনের সূত্রপাত। অ্যাক্রোপলিস মলের চার তলার ফুড কোর্ট থেকে আগুন ছড়িয়ে পড়ে ধারণা করা হচ্ছে।
কসবায় অবস্থিত শপিং মলটিতে আগুন লাগার খবরে পেয়েই নেভাতে ছুটে আসে দমকলকর্মীরা। প্রথমে চার ইউনিট এলেও পরে দমকলের অন্তত দশটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে ইন্ডিয়া টুডের প্রতিবেদন জানানো হয়েছে।
আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, তড়িঘড়ি সকলকে শপিং মলের ওই অংশ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। আতঙ্ক ছড়িয়ে পড়ে শপিং মলে উপস্থিত সাধারণ মানুষের মধ্যে।
এটিএম/
Leave a reply