চিরনিদ্রায় শায়িত মেজর জেনারেল (অব.) আব্দুর রশীদ

|

নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আব্দুর রশীদের দাফন সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার (১৪ জুন) জুমার নামাজের পর ঢাকার আর্মি করবস্থানে তাকে দাফন করা হয়।

আজ ভোরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবের ক্লাব কমিটির চেয়ারম্যান ছিলেন মেজর জেনারেল (অব.) আব্দুর রশীদ।

জুমার পর মিরপুর ডিওএইচএস কেন্দ্রীয় মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় তার মরদেহ কিছু সময়ের জন্য মসজিদের সামনে রাখা হয়। শেষবারের মতো তার বন্ধু, সহকর্মী ও স্বজনরা তার জন্য দোয়া করেন। পরে তাকে দাফন করা হয়।

এই নিরাপত্তা বিশ্লেষকের স্বজনরা জানান, বেশ কিছু দিন ধরে শারীরিক নানা জটিলতা নিয়ে সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন আব্দুর রশীদ। তিনি দেশের গণমাধ্যমে পরিচিত মুখ। নিরাপত্তাসহ নানা ইস্যুতে আলোচনা ও কলাম লিখতেন তিনি।

/এমএইচ/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply