ফরিদপুরে নিখোঁজের পরদিন পুকুরে ভেসে উঠলো শিশুর মরদেহ

|

ফরিদপুর (বোয়ালমারী) করেসপনডেন্ট:

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় নিখোঁজের একদিন পর পুকুরে ভাসমান অবস্থায় আলিফ মোল্লা নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৪ জুন) সকালে শিশুটির মরদেহ পুকুরে ভাসতে দেখে স্থানীয়রা।

নিহত আলিফ মোল্লা বোয়ালমারী উপজেলার সাতোইর ইউনিয়নের কামারহাটি গ্রামের জাহিদুল ইসলাম মোল্লার ছেলে। সে
সাতৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে অধ্যয়ণরত ছিল।

স্থানীয়রা জানান, গতকাল বৃহস্পতিবার (১৩ জুন) বিকেলে খেলতে গিয়ে নিখোঁজ হয় আলিফ মোল্লা। সন্ধ্যায় বাড়িতে ফেরেনি সে। পরে অনেক খোঁজাখুজি করেও পরিবারের সদস্যরা তার সন্ধান পায়নি। পরে আজ শুক্রবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরের একটি পুকুরে তার মরদেহ ভাসতে দেখা যায়। সাঁতার না জানায় পুকুরে ডুবে শিশুটির মৃত্যু হতে পারে বলে ধারণা পুলিশের।

বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, শুক্রবার দুপুরে নিহতের চাচা শরীফ মোল্লা বাদি হয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন। নিখোঁজের পর শিশুটির মরদেহ পানিতে ভাসমান অবস্থায় পাওয়ায় ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply