হামাসের কেউ জানে না ইসরায়েলি জিম্মিদের আর কতজন জীবিত আছে

|

ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের কোনো নেতাই জানেন না যে তাদের কাছে কতজন ইসরায়েলি জিম্মি জীবিত আছে। শুক্রবার (১৪ জুন) যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন নিউজে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন হামাসের শীর্ষ নেতা ওসমান হামাদান।

সাক্ষাৎকারে তিনি বলেছেন, ১১৭ জিম্মির মধ্যে আর কতজন জিম্মি হামাসের কাছে আছে, তা কেউই জানে না। আমি কেন, কারওরই কোনো ধারণা নেই এ বিষয়ে।’

এ সময় তিনি সামগ্রিক পরিস্থিতির জন্য ইসরায়েলকেই দায়ী করেন। সম্প্রতি ইসরায়েলি চিকিৎসকেরা বলেছেন, হামাসের হাত থেকে উদ্ধার করা জিম্মিদের একজনের শরীরে কোনো মাংসই নেই এবং বাকিদের মানসিক অবস্থাও খুব একটা সুবিধার নয়।

এই নেতা দাবি করেন, ‘আমি বিশ্বাস করি, যদি তাদের কোনো মানসিক সমস্যা হয়ে থাকে, তবে তা গাজায় ইসরায়েল যা করেছে তার কারণে।’

এ সময় তিনি যুদ্ধবিরতি প্রসঙ্গে হামাসের অবস্থান প্রসঙ্গে বলেন, জিম্মিদের মুক্ত করার বিষয়ে কোনো আলোচনার আগে ইসরায়েলকে পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত হতে হবে। 

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply