নির্বাচন ঘিরে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

|

সংসদ নির্বাচন ঘিরে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আজ শনিবার সকালে ঢাকার পুরানো কেন্দ্রীয় কারাগারে বঙ্গবন্ধু ও চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা শেষে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা বাহিনী কাজ ও পেশাদারিত্বে আগের চেয়ে অনেক দক্ষ। তাই বিশৃঙ্খলার সুযোগ নেই। এসময় বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তাদের স্বজনরাও। সৈয়দ নজরুল ইসলামের ছেলে মেজর জেনারেল (অব.) সৈয়দ সাফায়াতুল ইসলাম, জাতীয় চার নেতা হত্যার মূল হোতাদের মুখোশ উন্নোচন করতে সরকারের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, প্রকৃত খুনিদের খুঁজে বের করে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। শ্রদ্ধা নিবেদন শেষে, স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বজনরা কারাগারে স্থাপিত জাদুঘর পরিদর্শন করেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply