সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তেঁতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুজার গাফ্ফারীর বিদায়ী সংবর্ধনা দিয়েছে প্রাক্তন শিক্ষার্থী ও গ্রামবাসীরা। শনিবার (১৫ জুন) দুপুরে বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই স্কুলেই পড়তেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় ও কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে মোস্তাফিজের পক্ষে বিদায়ী শিক্ষককে স্বর্ণখচিত নামের ক্রেস্ট উপহার দেন তার বাবা আবুল কাশেম গাজী। বিদ্যালয়ের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষকের স্মৃতিচারণ করেন বক্তারা। কৃতজ্ঞতা প্রকাশ করে শিক্ষকের সুস্থতাও কামনা করেন তারা।
১৯৯৩ সালের ২১ অক্টোবর শিক্ষকতা জীবনে প্রবেশ করেন তিনি। দীর্ঘ ৩০ বছর চাকুরি শেষে চলতি বছরের ৩১ মে অবসরগ্রহণ করেন এই শিক্ষক।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় উপজেলা পরিষদ চেয়ারম্যানসহ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, গ্রামবাসী ও সুধীজনরা।
/এমএইচআর
Leave a reply