শিরোপায় চায় বাংলাদেশি কিশোররা

|

সাফ অনুর্ধ্ব ১৫ চ্যাম্পিয়নশীপের ফাইনাল আজ। এতে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। নেপালের ললিতপুরে আনফা কমপ্লেক্সে ম্যাচটি শুরু হবে বিকাল পৌনে ৩টায়। ভারতকে সেমিফাইনালে হারিয়ে দারুণ আত্মবিশ্বাসী পারভেজ বাবু শিষ্যরা। পাকিস্তানকে হারানো অসম্ভব নয় বলেই বিশ্বাস করে বাংলাদেশের কিশোররা।

নীলফামারীতে মাত্র আড়াই মাসের প্রস্তুতি ক্যাম্প; দলের সাথে নেই কোন ফিজিও। এসব প্রতিবন্ধকতাকে পিছনে ফেলে নতুন ইতিহাস রচনার দোরগোড়ায় ১৫ না পেরোনো বাংলার তরুণ ফুটবলাররা।

সেমিফাইনালে খেলার লক্ষ্যের কথা জানিয়েই দেশ ছেড়েছিলো মেহেদী-আশিকরা। সেই লক্ষ্য ছাপিয়ে এবার চোখ শিরোপায়। যেখানে বাংলাদেশের চ্যালেঞ্জ, আসরের আরেক অপরাজিত দল পাকিস্তানের বাধা টপকানো।

মালদ্বীপকে প্রথম ম্যাচে ৯-০ আর ১০ জন নিয়েও নেপালকে ২-১ গোলে হারিয়েই সেমিফাইনালে উঠেছিলো পারভেজ বাবু শিষ্যরা। টাইব্রেকারে গোলরক্ষক মেহেদী হাসানের দক্ষতায় ভারতকে হারিয়েই ফাইনালের মঞ্চে উঠে বাংলাদেশ। আসরে এখন পর্যন্ত সর্বাধিক গোল করে দলের আস্থার জায়গা জুড়ে আছেন স্ট্রাইকার নিশাত জামান।

অন্যদিকে ভারতকে ২-১ আর ভুটানকে ৪-০ গোলে হারানোর পর সেমিফাইনালে স্বাগতিক নেপালকে ৪ গোলে হারিয়ে ফাইনালে এসেছে পাকিস্তান। ধারাবাহিকতায় তারা খানিকটা এগিয়ে।

২০১১ সালে শুরু হওয়া এই টুর্নামেন্টে এনিয়ে ২য় বার ফাইনালে উঠলো লাল-সবুজ প্রতিনিধিরা। এর আগে ২০১৫ সালে সিলেটে অনূর্ধ্ব-১৬ বিভাগে, ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার সুখস্মৃতি আছে বাংলাদেশের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply