দক্ষিণ গাজায় ত্রাণ সামগ্রী বেশি পরিমাণে প্রবেশ করাতে আক্রমণে ‘কৌশলগত বিরতি’ ঘোষণা করেছে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)। রোববার (১৬ জুন) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানায়।
ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)-র বরাত দিয়ে গার্ডিয়ান জানিয়েছে, রাফাহ এলাকায় স্থানীয় সময় সকাল ৮টায় বিরতি শুরু হবে এবং সন্ধ্যা ৭টা পর্যন্ত কার্যকর থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিরতি প্রতিদিনই একইভাবে কার্যকর করা হবে।
বহনকারী ট্রাকগুলোকে নিকটবর্তী ইসরায়েল নিয়ন্ত্রিত কেরেম শালোম ক্রসিং হয়ে সালাহ আ-দিন মহাসড়ক দিয়ে গাজার উত্তর থেকে দক্ষিণে বিভিন্ন অংশে নিরাপদে ত্রাণ পৌঁছানোই এই বিরতির প্রধান লক্ষ্য। ইতোমধ্যে ‘কৌশলগত বিরতি’ জাতিসংঘ ও আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর সমন্বয়ে করা হচ্ছে।
/এআই
Leave a reply