পাওয়ার প্লেতেই ৪ উইকেট হারানোর পর অর্ধেক ইনিংস শেষে বাংলাদেশের স্কোরবোর্ডে রান ৬৯। সাজঘরে ফিরে গেছেন ৭ ব্যাটার। তাহলে কী বাংলাদেশকে হারানোর হুমকি সত্য হছে যাচ্ছে? সত্য হোক আর না হোক নেপাল ঠিকই চেপে ধরেছে টাইগারদের।
সোমবার (১৭ জুন) ওয়েস্ট ইন্ডিজের কিংস্টনের সেন্ট ভিসেন্টের অ্যারনস ভেল গ্রাউন্ডে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান নেপালের অধিনায়ক রোহিত পাউডেল।
ব্যাটিংয়ে নেমে ইনিংসের প্রথম বলেই গোল্ডেন ডাক মারেন ওপেনার তানজিদ তামিম। পরেই আউট হন তিনে নামা নাজমুল শান্ত (৪)। ৭ রানে ২ উইকেট হারানো বাংলাদেশ ২১ রানে ৩ উইকেট হয়ে যায়। লিটন আউট হন ১০ রান করে।
এরপর ক্রিজে আসা তাওহীদ হৃদয়ও ছুঁতে পারেননি দুই অংকের ঘর। তার আউটে বড় বিপদে পড়ে বাংলাদেশ। হৃদয় ৯ রান করে আউট হন। বাংলাদেশ ৫ দশমিক ৪ ওভারে ৩০ রানে হারায় ৪ উইকেট।
এরপর হাল ধরার বার্তা দিচ্ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। কিন্তু রান আউটের ফাঁদে পড়েন তিনি। ১৩ রানেই ফেরেন সাজঘরে। এরপর আউট হন সাকিব। করেন ১৭ রান। কিছুক্ষণ না পেরুতেই আউট হন জুনিয়র সাকিব। প্রতিবেদন লেখা পর্যন্ত ১৩ দশমিক ২ ওভারে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৬৯ রান।
/এমএইচ
Leave a reply