পাওয়ার প্লে’তে জুনিয়র সাকিবের বোলিং ভেলকি, নেপাল খোয়ালো ৪ উইকেট

|

টাইগারদের বোলিং বিপর্যয়ের পর নেপালিরাও হাঁটছে একই পথে। পাওয়ার প্লে’র ৬ ওভারে ২৪ রানে ৪ উইকেট হারিয়েছে নেপাল। এরমধ্যে একাই তিন উইকেট নিয়েছেন জুনিয়র সাকিব। বাকি একটি উইকেট নিয়েছেন মোস্তাফিজ। অবাক করা বিষয় হচ্ছে, ম্যাচে বোলিংয়ে নেমে টানা ১৮টি বল ডট দিয়েছেন তানজিম সাকিব।

এদিন সকাল সাড়ে ৫টায় ওয়েস্ট ইন্ডিজের কিংস্টনের সেন্ট ভিসেন্টের অ্যারনস ভেল গ্রাউন্ডে টস হেরে ব্যাটিংয়ে নেমেই বিপাকে পড়ে বাংলাদেশ দল।

ইনিংসের প্রথম বলেই গোল্ডেন ডাক মারেন ওপেনার তানজিদ তামিম। পরেই আউট হন তিনে নামা নাজমুল শান্ত (৪)। ৭ রানে ২ উইকেট হারানো বাংলাদেশ ২১ রানে ৩ উইকেট হয়ে যায়। লিটন আউট হন ১০ রান করে। 

এরপর ক্রিজে আসা তাওহীদ হৃদয়ও ছুঁতে পারেননি দুই অংকের ঘর। তার আউটে বড় বিপদে পড়ে বাংলাদেশ। হৃদয় ৯ রান করে আউট হন। বাংলাদেশ ৫ দশমিক ৪ ওভারে ৩০ রানে হারায় ৪ উইকেট।

এরপর হাল ধরার বার্তা দিচ্ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। কিন্তু রান আউটের ফাঁদে পড়েন তিনি। ১৩ রানেই ফেরেন সাজঘরে। এরপর আউট হন সাকিব। করেন ১৭ রান। কিছুক্ষণ না পেরুতেই আউট হন জুনিয়র সাকিব। এরপর ৭ বলে ১৩ করেন রিশাদ। দলের হয়ে শেষ দিকে তাসকিন ১২ রান করেন। এরপর মোস্তাফিজ রান আউট হলে অলআউট হয় বাংলাদেশ।

নেপালের হয়ে সর্বোচ্চ দুটি করে উইকেট শিকার করেন সোমপাল কামি, দিপেন্দ্র সিং আইরি, রোহিত পৌদেল ও সন্দ্বীপ লামিচানে।

তবে বোলিংয়ে নেমে বেশ ভালো পারফর্ম করছেন টাইগার বোলাররা। একাই চার উইকেট নিয়ে নেপালের টপ অর্ডার ধসিয়ে দিয়েছেন তানজিম সাকিব। প্রতিবেদন লেখা পর্যন্ত, ৭ ওভারে ২৬ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছে নেপাল।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply