কোরবানির সাথে সাথে অন্তরের কলুষতা ও বিদ্বেষ পরিহার করে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ঘূর্ণিঝড়ে আক্রান্ত মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বানও জানান তিনি।
ঈদুল আযহা উপলক্ষ্যে সোমবার (১৭ জুন) সকালে বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শুভেচ্ছা বিনিময়ে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এ সময় রাষ্ট্রপতি বলেন, ঈদুল আজহায় আত্মত্যাগের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের সুযোগ হয়।
রাষ্ট্রপ্রধান বলেন, ঈদের সময়ও বিশ্বের বিভিন্ন প্রান্তে যুদ্ধ বিগ্রহের শিকার মানুষ। ফিলিস্তিনের মানুষ চরম অনিশ্চিয়তার মাঝে দিন পার করেছে।
/এটিএম/এমএন
Leave a reply