সুপার এইটে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে

|

নেপালের বিপক্ষে ম্যাচ জিতে দেশবাসীর ঈদ আনন্দ বাড়িয়ে দিতে চেয়েছিল টাইগাররা। ব্যাটিংয়ে কিছুটা ধুকলেও ম্যাচ জিতে ইতিহাস গড়েছে তারা। তিন ম্যাচ জিতে পৌঁছে গেছে টুর্নামেন্টের পরের রাউন্ডে, মানে সুপার এইটে। টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে টাইগারদের তিন ম্যাচ জয়ের প্রথম রেকর্ড এটি।

সুপার এইটের সাতটি দল নিশ্চিত ছিল আগেই। আজ নেপালের বিপক্ষে ২১ রানের জয়ে অষ্টম দল হিসেবে সুপার এইট নিশ্চিত করে বাংলাদেশ।

এবারের বিশ্বকাপে বাংলাদেশ ছিল ‘ডি’ গ্রুপে। এই গ্রুপ থেকে সবার আগে সুপার এইট নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। অর্থাৎ গ্রুপ ‘ডি’ থেকে বাছাই দল শ্রীলঙ্কার পরিবর্তে সুপার এইটে উঠেছে বাংলাদেশ।

সুপার এইটে বাংলাদেশ খেলবে গ্রুপ ‘১’-এ। সেখানে সাকিব-তামিমদের প্রতিপক্ষ ভারত, অস্ট্রেলিয়া ও আফগানিস্তান। গ্রুপ ‘২’-এ আছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। সুপার এইটে বাংলাদেশের ম্যাচগুলো কবে, কোথায় ও কার বিপক্ষে; তা জেনে নেয়া যাক।

২১ জুন, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া (অ্যান্টিগা)

১৯ জুন থেকে শুরু হবে সুপার এইটের ম্যাচ। আরও দুই দিন পর বাংলাদেশ খেলবে তাদের প্রথম ম্যাচ। ২১ জুন বাংলাদেশ সময় সকাল ৬টা ৩০ মিনিটে অ্যান্টিগায় অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ।

২২ জুন, প্রতিপক্ষ ভারত (অ্যান্টিগা)

পরপর দুই দিন দুটি খেলা টাইগারদের। একই ভেন্যুতেই ২২ জুন ভারতের বিপক্ষে মাঠে নামবে শান্তরা। ম্যাচটি বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় অনুষ্ঠিত হবে।

২৫ জুন, প্রতিপক্ষ আফগানিস্তান (সেন্ট ভিনসেন্ট)

রশিদ খানদের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি হবে সেন্ট ভিনসেন্টে। ম্যাচটি হবে বাংলাদেশ সময় সকাল ৬টা ৩০ মিনিটে। এ মাঠ বাংলাদেশের পরিচিত। গ্রুপ পর্বের শেষ দুটি ম্যাচ এখানেই খেলেছে হাথুরু বাহিনী।

প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল সেমিফাইনাল খেলবে। প্রথম সেমিফাইনাল হবে আগামী ২৭ জুন ত্রিনিদাদে, বাংলাদেশ সময় সকাল ৬টা ৩০ মিনিটে। দ্বিতীয় সেমিফাইনাল মাঠে গড়াবে একই দিন গায়ানায়, রাত ৮টা ৩০ মিনিটে। উল্লেখ্য, ভারত সেমিফাইনালে গেলে তারা দ্বিতীয় সেমিফাইনালে খেলবে।

বিশ্বকাপ ফাইনাল অনুষ্ঠিত হবে ২৯ জুন, বার্বাডোজে। ফাইনাল শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply