সংলাপ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তফসিল ঘোষণায় দেরি করতে ইসিকে অনুরোধ ঐক্যফ্রন্টের

|

প্রধানমন্ত্রীর সংলাপ কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা না করতে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বরাবর চিঠি পাঠিয়েছেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।

আজ শনিবার ড. কামাল হোসেন স্বাক্ষরিত চিঠি পাঠানো হয়।

চিঠিতে বলা হয়েছে, ‘গত ১ নভেম্বর মাননীয় প্রধানমন্ত্রীর সাথে গণভবনে জাতীয় ঐক্যফ্রন্টের সংলাপ হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই সংলাপে বলেছেন, তফসিল ঘোষণার বিষয়টি একান্তভাবেই নির্বাচন কমিশনের ব্যাপার। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন যে, আগামী ৮ নভেম্বরের পরে জাতীয় ঐক্যফ্রন্টের সাথে মাননীয় প্রধানমন্ত্রীর সংলাপের বিষয়টি আবারো বিবেচনায় রয়েছে। ঐক্যফ্রন্ট আবারো প্রধানমন্ত্রীর সাথে সংলাপে বসতে ইচ্ছুক।’

ড. কামাল লিখেছেন, ‘তফসিল ঘোষণা নির্বাচনের অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তফসিল ঘোষণার পরই রাজনৈতিক দলগুলো এবং প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রম শুরু করেন।’

‘এমতাবস্থায় মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বিভিন্ন রাজনৈতিক দলের সংলাপ শেষ হওয়ার পর তফসিল ঘোষণার তারিখ নির্ধারণের অনুরোধ করছি।’


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply