সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবলে শিরোপা জিতেছে বাংলাদেশ। আজ নেপালের আনফা কমপ্লেক্সে পাকিস্তানকে টাইব্রেকারে ৩-২ গোলে হারায় কিশোররা।
এর আগে ১-১ গোলে সমতা রেখে নির্ধারিত সময় শেষ করে দুই দল। পরে অতিরিক্ত সময়েও গোল করতে না পারায় খেলা গড়ায় টাইব্রেকারে।
খেলা শুরুর ২৫ মিনিটে এগিয়ে বাংলাদেশ। কর্নার থেকে প্রথম গোলের দেখা পায় মেহেদী হাসানের দল।
তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতায় ফিরে পাকিস্তান। পেনাল্টি থেকে মহিবুল্লাহ গোল করে ম্যাচে সমতা ফেরান।
এদিকে ২০১৫ সালে সিলেটে ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৬’র শিরোপা জিতেছিলো বাংলাদেশি কিশোররা।
Leave a reply