পশু কোরবানির পরপরই রাজধানীতে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হয়েছে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই মেয়র এই কার্যক্রম তদারকি করছেন।
সোমবার (১৭ জুন) দুপুরে মিরপুরের প্যারিস রোডে বর্জ্য অপসারণ কার্যক্রমের উদ্ধোধন করেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। এ সময় তিনি ছয় ঘণ্টার মধ্যেই বর্জ্য সরিয়ে ফেলার নির্দেশ দেন। অপরদিকে ঢাকা দক্ষিণের মেয়র ফজলে নূর তাপস আগামী ২৪ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণের নির্দেশ দেন।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, আজ দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত বর্জ্য অপসারণের কাজ চলমান থাকবে। বর্জ্য অপসারণে ১০ লাখ পলিব্যাগ সরবরাহ করা হয়েছে। এছাড়া ৫০০টি গাড়িও বরাদ্দ দেয়া হয়েছে। এ সময় আগামী পরশু দিন কোরবানি দেয়ার বিষয়ে নিরুৎসাহিতও করেন তিনি।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ফজলে নূর তাপস জানিয়েছেন, আগামীকাল যারা কোরবানি দেবেন, সে বর্জ্যও ২৪ ঘণ্টার মধ্যে সরিয়ে ফেলা হবে।
দুই সিটি করপোরেশনে প্রায় সাড়ে ১৯ হাজারেরও বেশি কর্মী কোরবানির বর্জ্য অপসারনের কাজে নিয়োজিত আছেন।
/আরএইচ/এমএন
Leave a reply