এবারের হজে ৩২ মিলিয়নের বেশি খাবার সরবরাহ করেছে সৌদি কর্তৃপক্ষ

|

এই বছরের হজের সময় সারা পৃথিবী থেকে মক্কায় জড়ো হয়েছেন প্রায় ২০ লাখ হাজি। এতো বিপুল পরিমাণ হজযাত্রীদের সেবা দেয়া খুব কঠিন মনে হলেও, সৌদি কর্তৃপক্ষ কাজটি করে দেখিয়েছে বেশ দক্ষতার সাথে।

হাজিদের অস্থায়ী তাঁবু নির্মাণ থেকে শুরু করে খাবার সরবরাহ, কোন কিছুতেই কমতি রাখেনি দেশটি। চলতি বছরের হজে ৩২ মিলিয়নের বেশি খাবার সরবরাহ করেছে সৌদি কর্তৃপক্ষ। সোমবার (১৭ জুন) এক প্রতিবেদনে গালফ নিউজ এ তথ্য জানায়।

মক্কার নিউট্রিশন কমিটির চেয়ারম্যান নাবিল আবেদ আল থাকাফি বলেছেন, ‘জিলহজ মাসের ৮ থেকে ১৩ তারিখের মধ্যে প্রত্যেক হাজি গড়ে পেয়েছেন ১৮টি খাবার। খাবারগুলো সকাল, দুপুর এবং রাতে পর্যায়ক্রমে ভাগ করে দেয়া হয়েছে।’

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply