টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে লকি ফার্গুসনের ‘বিশ্বরেকর্ড’

|

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাপুয়া নিউগিনির বিপক্ষে নিজের চার ওভারে কোনো রান না দিয়ে নতুন বিশ্বরেকর্ড গড়লেন নিউজিল্যান্ডের লকি ফার্গুসন। কোনো রান না দেয়ার পাশাপাশি তিনটি উইকেটও নিয়েছেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে প্রথম বোলার হিসেবে এই রেকর্ড গড়েন তিনি।

সোমবার (১৭ জুন) লকি ফার্গুসনের এই রেকর্ডের ম্যাচে মাত্র ৭৮ রানে অলআউট হয় পাপুয়া নিউগিনি। টিম সাউদি, ট্রেন্ট বোল্ট ও ইশ সৌদি দুটি করে ও মিচেল স্যান্টনার একটি উইকেট নেন।

ম্যাচে কিউই বোলারদের সামনে পাপুয়া নিউগিনির কোনো ব্যাটারই দাঁড়াতে পারেননি। পাপুয়া নিউগিনির আট ব্যাটারই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেনি। দলের হয়ে সর্বোচ্চ ১৭ রান নেন চার্লস আমিনি। এছাড়া নরম্যান বানুয়া ১৪ এবং সিসি ভাউ ১২ রাতে নেন। এতে ৭৮ রানের মামুলি পুঁজি পায় পাপুয়া নিউগিনি।

প্রসঙ্গত, এর আগে টি-টোয়েন্টির ইতিহাসে চার ওভার মেডেন দিয়েছিলেন কানাডার ক্রিকেটার সাদ বিন জাফর। ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে এই রেকর্ড গড়েন তিনি। চার ওভারে কোনো রান না দিয়েই সেবার দুই উইকেট নিয়েছিলেন তিনি।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply