ইসরায়েলে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভে পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষ হয়েছে বিক্ষোভকারীদের। এতে আটক করা হয়েছে অন্তত ৯ জনকে। আহতও হয়েছেন আরও বেশ কয়েকজন।
সোমবার (১৭ জুন) স্থানীয় সময় রাতে জেরুজালেমে এ ঘটনা ঘটে।
জানা গেছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়ির সামনে বিক্ষোভ করছিলেন শত শত ইসরায়েলি। জিম্মি মুক্তি, লেবানন সীমান্তে উত্তেজনাসহ বিভিন্ন ইস্যুতে নেতানিয়াহুকে ব্যর্থ আখ্যা দেন তারা। দাবি জানান, অবিলম্বে পদত্যাগের।
এ সময় সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সেখানে মোতায়েন ছিলো অতিরিক্ত নিরাপত্তাকর্মী। হঠাৎ ক্ষুব্ধ বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে নেতানিয়াহুর বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করলে শুরু হয় বিশৃঙ্খলা। তাদের ছত্রভঙ্গ করতে জলকামান থেকে পানি ছোঁড়ে পুলিশ। তখনই ছড়ায় সংঘর্ষ।
/এমএইচ
Leave a reply