বন্যা, ভূমিধসে বিপর্যস্ত চীনের দক্ষিণাঞ্চল। এ পর্যন্ত নয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ আরও ১৭ জন। মঙ্গলবার (১৮ জুন) জানিয়েছে দেশটির গণমাধ্যম চায়না ডেইলি।
ভূমিধসে বিধ্বস্ত ও ক্ষতিগ্রস্ত প্রায় ৪শ’ বাড়িঘর। ২৪ ঘণ্টায় ৩৭২ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে অঞ্চলটিতে। যা পূর্বাভাসের চেয়েও বেশি। প্লাবিত হয়েছে গুয়াংজি, ফুজিয়ান ও গুয়াংডং প্রদেশ। বিভিন্ন শহরে তৈরি হয়েছে জলাবদ্ধতা। তলিয়েছে ২ হাজার একরের বেশি এলাকা, ফসলী জমি। পানিবন্দি লাখ লাখ বাসিন্দা।
বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ১ লাখ ৩০ হাজার বাড়িঘর। চলছে উদ্ধারকাজ। বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিতে হেলিকপ্টার ও রবারের নৌকা নিয়ে অভিযানে যোগ দিয়েছে ২শ’র বেশি টিম।
/এএম
Leave a reply