রাজধানীর বাড্ডায় সড়কে সাইকেল চালাতে গিয়ে বাসের ধাক্কায় শিপু দাস (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। ঈদের পর দিন মঙ্গলবার (১৮ জুন) দুপুর আড়াইটায় মধ্য বাড্ডা ওভারব্রিজ সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিপু দাস চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর উপজেলার শেখপুরা গ্রামের শ্রী সুশান্ত দাসের ছেলে। সে বর্তমানে পরিবারের সঙ্গে উত্তর বাড্ডায় ভাড়া বাসায় থাকতো এবং বাড্ডা হাই স্কুলে সপ্তম শ্রেণিতে পড়তো।
নিহত শিপুর (১৫) পরিবার বাড্ডা এলাকার একটি বাসায় ভাড়া থাকে। ওই বাড়ির অপর ভাড়াটিয়া হাফিজুর রহমান যুগান্তরকে জানান, শিপুর কিছু কিশোর বন্ধুবান্ধব দুপুরে সাইকেল নিয়ে বের হয়। এক আধঘণ্টা পর খবর আসে শিপু এক্সিডেন্ট করেছে। আমরা এসে দেখি রাস্তায় লাশ পড়ে আছে। শুনলাম বাসে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই মারা গেছে শিপু।
একইসঙ্গে সাইকেল চালানো শিপুর বন্ধু রাহাত জানায়, আমরা একসঙ্গে মেইনরোডে সাইকেল চালাচ্ছিলাম। একটা রিকশা ওভারটেক করার সময় পেছন থেকে দ্রুতগতিতে ছুটে আসা আকাশ পরিবহনের একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যায় শিপু।
বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মো. জহির বলেন, আমরা আশপাশের সিসি ক্যামেরা ফুটেজ দেখে বাসটিকে শনাক্তের চেষ্টা করছি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
/এএম
Leave a reply