শেষ মুহূর্তের গোলে চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়ে নাটকীয় জয় পেয়েছে পর্তুগাল। এতে ক্রিস্টিয়ানো রোনালদোর দলের ইউরো মিশন শুরু হলো হাসিতে।
যদিও ম্যাচে পর্তুগাল পিছিয়ে পড়েছিল। প্রথমার্ধে গোলশূন্য থাকে দুই দলই। ম্যাচের ৬২ মিনিটে লুকাস প্রোভড গোল করে চেক প্রজাতন্ত্রকে এগিয়ে নেয়। এ সময় গ্যালারিতে থাকা পর্তুগিজ সমর্থকদের মাঝে চাপ লক্ষ্য করা যাচ্ছিল।
তবে চেকরা বেশিক্ষণ লিড ধরে রাখতে সক্ষম হয়নি। সাত মিনিট পরেই পর্তুগালের নুনো মেন্ডেসের হেড ঠেকান চেক গোলরক্ষক জিন্দ্রিচ স্টানেক। তবে বলটা নিজের নিয়ন্ত্রনে নিতে ব্যর্থ হন তিনি। সামনে থাকা চেক ডিফেন্ডার রবিন হ্রানাচের গায়ে লেগে বল ঢুকে যায় নিজেদের জালেই। হয় আত্মঘাতী গোল। খেলায় সমতায় ফেরে পর্তুগাল।
নির্ধারিত সময়ের শেষ দিকে পর্তুগালের দিয়েগো জোতার চেক প্রজাতন্ত্রের জালে বল পাঠালেও অফসাইডের কারণে বাতিল হয় সেই গোল। তবে যোগ হওয়া সময়ে ফ্রান্সিসকো কনসেইসাওয়ের গোলে শেষ পর্যন্ত নাটকীয় এক জয় নিয়ে মাঠ ছাড়েন রোনালদোরা।
/এআই/এমএন
Leave a reply