খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে বিএনপির বিক্ষোভ মিছিল

|

দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। বুধবার (১৯ জুন) সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে দলীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ মিছিল হয়।

এর আগে সংক্ষিপ্ত বক্তব্যে নানা ইস্যুতে সরকারের সমালোচনা করেন রুহুল কবির রিজভী। অভিযোগ করেন, মিথ্যা মামলায় সাজা দিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গৃহবন্দি করে রাখা হয়েছে।

বিএনপির এ নেতা আরও বলেন, এই সরকার দখলদার সরকার। তাদের গণবিরোধী নীতির কারণে জ্বালানি তেলের দাম লাগামছাড়া। গ্যাস আর বিদ্যুতের দামও বৃদ্ধি পাচ্ছে। এ সময় নিত্যপণ্যসহ তেল-গ্যাস, পানি ও বিদ্যুতের দাম কমানোর দাবিও জানান তিনি।

রুহুল কবির রিজভী দাবি করেন, তথাকথিত উন্নয়নের নামে আজিজ-বেনজীরের মতো সরকারি কর্মকর্তাদের লুট করার সুযোগ করে দিয়েছে সরকার।

নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, সরকারকে মোকাবেলা করতে রাজপথে আরও নামতে হবে। গুলি-লাঠি চার্জ করলেও সরকারের রাজ সিংহাসনকে রাস্তায় উল্টে দিতে হবে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply