নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষ, পুলিশসহ গুলিবিদ্ধ ৫

|

প্রতীকী ছবি

স্টাফ করেসপনডেন্ট, নরসিংদী:

নরসিংদীর সদর উপজেলার চরাঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ মোট পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার (১৯ জুন) উপজেলার চরাঞ্চলের নজরপুর ইউনিয়নের অলিপুরে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জয় বণিক (৩১), সাইফুল ইসলাম (১৯), দাউদ মনা (৪১), ফারুক আহমেদ (৪৫) ও ফারুক মিয়া (৩৫)। জয় বণিক নরসিংদী সদর মডেল থানায় কর্মরত আছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে অলিপুরের ইসমাইল কোম্পানী ও শাহজাহান মনা গ্রুপের মধ্যে বিরোধ চলছিলো। বুধবার সকালে তা সংঘর্ষে রূপ নেয়। পরে বেলা সাড়ে ১১টার দিকে দুই গ্রুপের মধ্যে গুলি বিনিময়ের ঘটনাও ঘটে। এ সময় পুলিশের এএসআই জয়সহ দুই গ্রুপের আরও চারজন গুলিবিদ্ধ হয়।

পরবর্তীতে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়। এ সময় আহতরা গ্রেফতার এড়াতে প্রাথমিক চিকিৎসা নিয়েই হাসপাতাল থেকে চলে যায়।

এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর আহমেদ বলেন, এলাকাটি অনেক বড় হওয়ায় সংঘর্ষ নিয়ন্ত্রণে বেশ বেগ পেতে হয়েছে।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply