র্যাঙ্কিংয়ে নিজ নিজ অবস্থান নিয়ে সুখবর পেয়েছেন বাংলাদেশের পোস্টার বয় সাকিব আল হাসান ও রিশাদ হোসেন। তবে, নিজ অবস্থানের অবনতি হয়েছে ব্যাটার হৃদয় ও কাটার মাস্টার মোস্তাফিজের।
বুধবার (১৯ জুন) প্রকাশিত আইসিসির র্যাঙ্কিংয়ে পাঁচ থেকে তিন নম্বরে উঠে এসেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। বিশ্বকাপে দারুণ বোলিং করা রিশাদ ক্যারিয়ার সেরা রেটিং পয়েন্ট (৫৭৯) নিয়ে তিন ধাপ এগিয়ে উঠে এসেছেন ২৭ নম্বরে।
অন্যদিকে, চলতি বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে দারুণ ব্যাটিং করেন তাওহীদ হৃদয়। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ২০ বলে ৪০’র পর দক্ষিণ আফ্রিকার সঙ্গে ৩৪ বলে করেন ৩৭ রান। দুই ম্যাচের পারফরম্যান্সে এই ফরম্যাটে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে অনেকটাই এগিয়ে গিয়েছিলেন তিনি। তবে পরের দুই ম্যাচে রান না পেয়ে এবার তিন ধাপ পিছিয়ে অবস্থান নিয়েছেন ৩০ নম্বরে। তবে, নেপালের বিপক্ষে দারুণ বোলিং করেও এক ধাপ পিছিয়েছেন মোস্তাফিজুর রহমান। তার অবস্থান ১৪ নম্বরে।
টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে অলরাউন্ডারদের শীর্ষে আছেন মার্কাস স্টয়নিস। ব্যাটসম্যানদের মধ্যে সুরিয়াকুমার যাদব আর বোলারদের মধ্যে এক নম্বরে আছেন আদিল রশিদ।
/এমএইচ
Leave a reply