এ বছর হজযাত্রীদের মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৫৬২

|

চলতি বছরে হজ পালন করতে সারাবিশ্ব থেকে এসেছেন প্রায় ২০ লাখ মুসল্লি। তবে কাবার উদ্দেশ্যে যাত্রা শুরু করা শত শত মানুষের জন্য অসহনীয় হয়ে পড়েছিল সৌদি আরবের তাপমাত্রা। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, তীব্র দাবদাহের কারণে হজ করতে আসা হজযাত্রীদের মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬২ জনে। বৃহস্পতিবার (২০ জুন) এক প্রতিবেদনে যুক্তরাজ্যের সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, নিহত হাজিদের মধ্যে মিসরের নাগরিক রয়েছেন ৩শ’ ৭ জন। তবে হজ করতে আসা বিপুল সংখ্যক মিশরীয়দের মধ্যে ১শ’ ১৮ জন এখনও নিখোঁজ রয়েছেন।

দুই জন আরব কূটনীতিকের বরাত দিয়ে বুধবার এক প্রতিবেদনে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন নিউজ জানিয়েছে,  তীব্র গরমের কারণেই বেশির ভাগ হাজিদের মৃত্যু হয়েছে। অন্যদিকে, জর্ডান থেকে আসা হজযাত্রীদের অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, তীব্র তাপপ্রবাহের কারণে অসুস্থ হয়ে ২ হাজারের বেশি হজযাত্রীর চিকিৎসা নিচ্ছেন বলে জানায় সৌদি কর্তৃপক্ষ। দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, গত সোমবার মক্কার গ্র্যান্ড মসজিদে তাপমাত্রা ছিল সর্বোচ্চ ৫১.৮ ডিগ্রি সেলসিয়াস।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply