‘হাওরে সড়কে পানি আটকে বন্যা হচ্ছে কি না, তা খতিয়ে দেখা হবে এই বর্ষায়’

|

সিলেট ব্যুরো:

কিশোরগঞ্জের হাওরের সড়কে পানি আটকে সিলেট অঞ্চলে বন্যা হচ্ছে কি না, তা এই বর্ষাতেই খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।

বৃহস্পতিবার (২০ জুন) সকালে সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি পরিদর্শন করেন তিনি। বলেন, আগামী বছর যেন এই অঞ্চলের মানুষের বন্যাতে ভোগান্তি না হয়, সেজন্য দ্রুত প্রকল্প নেয়া হবে। প্রতিমন্ত্রী পরে সিলেট শহরের টুকের বাজারে একটি খাল পরিদর্শন করেন। এ সময় সিলেট সিটি করপোরেশনের মেয়রসহ আরও অনেকে তার সাথে ছিলেন।

এ সময় সিলেট সিটি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী জানান, উজান থেকে নেমে আসা পানি কীভাবে বাধাহীনভাবে বঙ্গোপসাগরে যেতে পারে, সে বিষয়ে কাজ করছে সরকার।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply