মৌলভীবাজারে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

|

প্রতীকী ছবি।

মৌলভীবাজার করেসপনডেন্ট:

মৌলভীবাজার সদর উপজেলায় বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের শ্যামেরকোনা গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিশুরা হলেন, শ্যামেরকোনা গ্রামের জমির আলীর ছেলে হৃদয় আহমদ (১১) ও একই গ্রামের ফয়সাল মিয়ার ছেলে সাদী আহমদ (১৫)।

স্থানীয়রা জানান, গত কয়েকদিনের বৃষ্টিতে ধলাই নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এর ফলে শ্যামেরকোনা গ্রামের বাড়ীঘর, রাস্তাঘাট, ফসলের মাঠ তলিয়ে যায়। এ সময় শিশু সাদী বাড়ীর পাশে ঢলের পানি দেখতে গিয়ে পানিতে পড়ে যায়। পরে পাশের বাড়ীর হৃদয় আহমদ তাকে উদ্ধার করতে গেলে সেও পানিতে ডুবে যায়। এরপর তাদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার উদ্দিন বলেন, ঢলের পানিতে ইউনিয়নের বিভিন্ন এলাকা তলিয়ে গেছে। এমন পরিস্থিতিতে শিশুদের নজরে রাখার কথাও বলেও তিনি।

মৌলভীবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, শিশুদের মৃত্যুর খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায়। পরিবার চাইলে প্রশাসনের অনুমতি সাপেক্ষে ময়নাতদন্ত ছাড়াই নিহতদের মরদেহ নিতে পারবে।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply