স্টাফ করেসপনডেন্ট, ব্রাহ্মণবাড়িয়া:
কেউ অতিরিক্ত মজুদ করে সরকারকে যাতে বেকায়দায় ফেলতে না পারে, সেজন্য মজুতদারদের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রেখে নতুন আইন করা হচ্ছে— এমনটা জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে এক অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
সাধন চন্দ্র মজুমদার বলেন, প্রতিবছর দেশে চার থেকে সোয়া চার কোটি টন ধান উৎপাদিত হয়। তবে চালকে সরু ও চকচকে করতে গিয়ে অতিরিক্ত ছাটাই করা হয়। এতে চালের পুষ্টিগুণ নষ্ট হওয়ার পাশাপাশি প্রায় ১৬ লাখ মেট্রিক টন চাল কম উৎপাদিত হয়।
খাদ্যমন্ত্রী আরও বলেন, পুষ্টিগুণ বজায় রেখে ধান থেকে চালের উৎপাদন বাড়ানো এবং উৎপাদন ব্যয় কমাতে সরকার উদ্যোগ নিয়েছে।ভোক্তাপর্যায়েও এর সুফল মিলবে। আগামী ডিসেম্বরে দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ চাল সংরক্ষনাগারআশুগঞ্জ স্টীল সাইলোটির উদ্বোধন করা হবে বলেও জানান তিনি।
এ সময় ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান, খাদ্য অধিদফতরের মহাপরিচালক মো. শাখাওয়াত হোসেন, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য মো. মঈন উদ্দিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
/আরএইচ
Leave a reply