বিদেশি বিনিয়োগ টানার চেষ্টা করলেও ফল মিলছে না: বাণিজ্য প্রতিমন্ত্রী

|

বিদেশি বিনিয়োগ টানার চেষ্টা চলছে। কিন্তু আশানুরূপ সাড়া মিলছে না। বৃহস্পতিবার (২০ জুন) বৈদেশিক বাণিজ্য নীতি বিষয়ক সেমিনারে এমন মন্তব্য করেছেন, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। তিনি জানান, বিভিন্ন দেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের চেষ্টা চলছে।

গ্লোবাল ভ্যালু চেইনে গুরুত্ব দিচ্ছে সরকার, এমন তথ্য জানিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, সমুদ্রবন্দরগুলোকে কাজে লাগাতে হবে। বাড়াতে হবে আন্তঃযোগাযোগ। অনেক দেশই এখন বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নে আগ্রহী।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, রফতানি পণ্যের বৈচিত্র্য আনতে চায় সরকার। এ জন্যে পাট ও চামড়া খাতকে পোশাক শিল্পের সমান সুবিধা দেয়া হবে। রফতানি পরিমাণের চেয়ে কর্মসংস্থানের ওপর বেশি গুরুত্ব দেয়া হচ্ছে।

/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply