আগাম নির্বাচনের দাবিতে ইসরায়েলে বিক্ষোভ

|

আগাম নির্বাচনের দাবিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে ইসরায়েলে। বৃহস্পতিবার (২০ জুন) দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনের সামনে এই প্রতিবাদ কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা।

এ সময় সরকারবিরোধী স্লোগানে উত্তাল হয়ে পড়ে রাজপথ। নেতানিয়াহুর যুদ্ধনীতির সমালোচনাও করেন বিক্ষোভকারীরা। প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি জানান তারা।

জিম্মি মুক্তির জন্য হামাসের সাথে চুক্তির দাবিও জানান বিক্ষোভকারীরা। গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকেই নিজ দেশে সাধারণ মানুষের তোপের মুখে পড়েন নেতানিয়াহু। ইসরায়েলিদের নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থতার পাশাপাশি জিম্মি মুক্তির দাবিতে উত্তাল হয় দেশটির রাজপথ।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply