পিছিয়ে পড়েও স্লোভাকিয়ার বিপক্ষে জিতলো ইউক্রেন

|

উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের গ্রুপ ই’র ম্যাচে স্লোভাকিয়াকে হারিয়ে নকআউট পর্বে যাওয়ার আশা বাঁচিয়ে রাখল ইউক্রেন। শুক্রবার (২১ জুন) ডুসেলডর্ফে আগে গোল হজম করেও দারুণ প্রত্যাবর্তন করে ইউক্রেন। দলের হয়ে গোল দুটি করেন ভ্যালেন্সিয়ান স্ট্রাইকার রোমান ইয়ারেমচুক ও মাইকোলা শাপারেঙ্কো।

ম্যাচের ১৭ তম মিনিটে এগিয়ে যায় স্লোভাকিয়া। বাইলাইনের কাছাকাছি থেকে হারাসলিনের ক্রসে হেডে ঠিকানা খুঁজে নেন ইভান শারাঞ্জ। বল প্রতিপক্ষ গোলকিপারের হাত ছুঁলেও জালে জড়ায়। প্রথম কোনো স্লোভাকিয়ান খেলোয়াড় হিসেবে একটি ইউরোয় একাধিক গোল করার কীর্তি গড়লেন ৩০ বছর বয়সী এ ফরোয়ার্ড। ১-০ তে লিড নিয়ে বিরতিতে যায় স্লোভাকিয়া।

দ্বিতীয়ার্ধে দু’দলই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে। ম্যাচের ৫৪তম মিনিটে সমতায় ফেরে ইউক্রেন। অলেকসান্দার জিনচেঙ্কোর পাস বক্সে পেয়ে জোরালো এক শটে বল জালে পাঠান মাইকোলা শাপারেঙ্কো। গোল পরিশোধের ২০ মিনিট পর লিড নেবার এক সুবর্ণ সুযোগ হারায় তারা। বদলি হিসেবে মাঠে নামা রোমান ইয়ারেমচুক বল ধরে এগিয়ে বক্সে মিখাইলো মুদ্রিককে পাস দিলে,তার জোরালো শট গোলরক্ষকের পা ছুঁয়ে গিয়ে লাগে গোলপোস্টে।

ম্যাচের ৮০তম মিনিটে শাপারেঙ্কোর ক্রস বক্সে দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে চমৎকার এক গোল করেন রোমান ইয়ারেমচুক। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ইউক্রেন।

উল্লেখ্য, আগামী বুধবার (২৬ জুন) স্লোভাকিয়ার প্রতিপক্ষ রোমানিয়া। একই সময়ে বেলজিয়ামের মোকাবেলা করবে ইউক্রেন।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply