ইসরায়েলের আগ্রাসনে ২৪ ঘণ্টায় নিহত অন্তত ৩৫ ফিলিস্তিনি

|

গাজায় শরণার্থী শিবির টার্গেট করে ইসরায়েলি বাহিনীর বর্বর আগ্রাসন থামছেই না। গত ২৪ ঘণ্টায় গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় অন্তত ৩৫ ফিলিস্তিনির প্রাণ গেছে।

জানা গেছে, রাফার আরও ভেতরে প্রবেশ করেছে ইসরায়েলের পদাতিক বাহিনী। শুক্রবার (২১ জুন) রাতভর আল-মাওয়াসি শরণার্থী শিবিরে তাণ্ডব চালিয়েছে তারা। এ সময় বাস্তুচ্যুতদের তাবুতে ইসরায়েলি হামলায় কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন।

এদিকে, খান ইউনিসসহ গাজার অন্যান্য অংশেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। গাজা সিটির শাতি শরণার্থী শিবিরে হামলায় মৃত্যু হয়েছে অন্তত ১০ জনের।

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন রেডক্রসের দাবি, তাদের কার্যালয়ের খুব কাছেই মিসাইল ছোঁড়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, পাহাড়ি টিলার ওপর দু’টি ট্যাংক ওঠায় ইসরায়েলি বাহিনী। সেখান থেকে গোলা ছোঁড়ে ইসরায়েলি সেনারা।

তবে, ক্যাম্পে হামলার দায় অস্বীকার করেছে তেলআবিব। জানিয়েছে, হামলার বিষয়টি তারা খতিয়ে দেখছে।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply