যুদ্ধ বন্ধে যেকোনো প্রস্তাব মানতে রাজি হামাস

|

ছবি: ইসমাইল হানিয়া

গাজায় যুদ্ধবিরতির দাবিতে এখনও অটল হামাস। যুদ্ধ বন্ধে যেকোনো উদ্যোগকেই স্বাগত জানায় স্বাধীনতাকামী সংগঠনটি। এমন মন্তব্য করেছেন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া।

হামাস প্রধান বলেন, গাজায় হামলা বন্ধের নিশ্চয়তা দিবে এমন যেকোনো প্রস্তাব মানতে রাজি ফিলিস্তিনি গোষ্ঠীটি। ফিলিস্তিনিদের ওপর যুদ্ধাপরাধ রুখে দেয়াই এখন সর্বোচ্চ অগ্রাধিকার বলেও জানান হামাস প্রধান।

যুদ্ধবিরতিসহ এর আগেও ইসরায়েলের কাছে গাজা থেকে সেনাদের প্রত্যাহারের দাবি জানায় হামাস। পাশাপাশি আহ্বান জানানো হয়, বন্দি বিনিময় চুক্তির জন্য। যদিও, তেলআবিবের স্পষ্ট জবাব, হামাসকে সম্পূর্ণরূপে নির্মূল না করা পর্যন্ত গাজায় যুদ্ধ থামাবে না নেতানিয়াহু বাহিনী।

/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply