ভারতের বিপক্ষে যেমন হতে পারে টাইগারদের একাদশ

|

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। শনিবার (২২ জুন) অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় মাঠে নামবে দু’দল। টাইগাররা নিজেদের প্রথম ম্যাচে বৃষ্টি আইনে অস্ট্রেলিয়ার কাছে ২৮ রানে হারলেও আফগানদের হারিয়ে সুপার এইটে ভালো সূচনা করেছে টিম ইন্ডিয়া।

বিশ্বকাপে টিকে থাকতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। অজিদের বিপক্ষে এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছিল নাজমুল হাসান শান্তর দল। জাকের আলীর পরিবর্তে একাদশে জায়গা পেয়েছিল শেখ মাহেদী। এদিকে তাসকিন, মোস্তাফিজ, তানজিম সাকিবের মতো তিন পেসার থাকায় চতুর্থ পেস বোলার হিসেবে একাদশে থাকার সম্ভাবনা খুবই কম শরিফুলের। টাইগারদের ব্যাটিং লাইনআপ আবারও শুরুর সম্ভাবনা রয়েছে তামিম-লিটনকে দিয়েই।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মাহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান ও মোস্তাফিজুর রহমান।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply