বগুড়া ব্যুরো:
বগুড়ার করতোয়া নদী থেকে দুই হাতের খণ্ডিত কব্জি উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২২ জুন) শহরের মাটিডালি এলাকায় নদী থেকে একটি কালো পলিথিন ব্যাগে মোড়ানো অবস্থায় কব্জি দুইটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ওই এলাকার শিশুরা নদীর পাড়ে খেলতে গিয়ে কালো পলিথিনে মোড়ানো হাতের কব্জি দুইটি দেখতে পায়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে ব্যাগটি উদ্ধার করে। কব্জি দুটি কোনো কিশোরী অথবা তরুণীর হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার। তিনি জানান, হাতের কব্জি দুটি উদ্ধারের পর বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। সেখানে কব্জি দুটির ময়নাতদন্তের পাশাপাশি ডিএনএ নমুনা সংগ্রহ করে রাখা হবে।
তিনি আরও জানান, নদীর অন্য অংশ অথবা আশপাশের এলাকায় মরদেহের আরও কোনো খণ্ডিত অংশ আছে কিনা তার অনুসন্ধানে পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে বলেও জানান তিনি।
/এএস
Leave a reply