চট্টগ্রামের কালুরঘাটে ফেরিঘাটে দাঁড়িয়ে থাকা একটি ফেরির সাথে ইঞ্জিন চালিত নৌকার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নৌকায় থাকা একজন যাত্রী নিখোঁজ হয়েছেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে কাজ শুরু করে।
শনিবার (২২ জুন) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে নিখোঁজ ব্যক্তির নাম আশরাফ উদ্দিন কাজল বলে জানা গেছে।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার বাহার উদ্দিন জানান, ঘটনাস্থলে আশপাশের এলাকায় তল্লাশি চালানো হয়েছে। পরে একটি ডুবুরি দল উদ্ধার কার্যক্রমে অংশ নেয়।
তিনি আরও জানান, রাত ৮টা পর্যন্ত ডুবুরিরা উদ্ধার কার্যক্রম চালায়। ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে থাকবে। আগামীকাল রোববার (২৩ জুন) সকাল থেকে ডুবুরিরা আবারও উদ্ধার অভিযানে নামবে।
বোয়ালখালী পৌরসভার মেয়র মো. জহুরুল ইসলাম বলেন, বর্ষায় এই নদীতে পানির স্রোত বেশি থাকে। ফলে এই সময়ে দুর্ঘটনা বেশি হয়। এ কারণে পৌরসভা থেকে প্রত্যেকটি নৌকার জন্য ১০টি লাইফ জ্যাকেট বরাদ্দ দেয়া হয়েছিল। কিন্তু মাঝিরা লাইফ জ্যাকেটগুলো বিক্রি করে দেয়।
/আরএইচ
Leave a reply