খালেদা জিয়ার সুস্থতা কামনায় রোববার সারাদেশে দোয়া ও মিলাদ মাহফিল বিএনপির

|

ফাইল ছবি

হাসপাতালে গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আরোগ্য কামনায় রোববার (২৩ জুন) ঢাকাসহ সারাদেশে দোয়া ও মিলাদ মাহফিল করবে বিএনপি। শনিবার (২২ জুন) সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।

রিজভী বলেন, খালেদা জিয়া চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন আছেন। দলের নেতা-কর্মী সবাই আমরা বিষন্ন। মহান আল্লাহর কাছে তার সুস্থতার জন্য সবসময় দোয়া চাইবো।

তিনি জানান, রোববার ঢাকাসহ সারাদেশে মহানগরও জেলা সদরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। ঢাকার নয়াপল্টনে সকাল সাড়ে ১১টায় এই দোয়া অনুষ্ঠিত হবে। এতে দলের মহাসচিবসহ জ্যেষ্ঠ নেতারা অংশ নেবেন।

হঠাৎ অসুস্থতা হয়ে পড়ায় শুক্রবার দিবাগত গভীর রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অ্যাম্বুলেন্সে করে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া ডায়াবেটিস, আর্থারাইটিস ছাড়াও হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনিসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply