স্টাফ করেসপনডেন্ট, কুড়িগ্রাম:
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় একটি চিতাবাঘের বাচ্চা উদ্ধার করা হয়েছে। বাচ্চাটি গত রোববার (১৬ জুন) রাতে কর্তিমারী আরএস ফ্যাশন নামে একটি দোকানে ঢুকে পড়েছিল। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। এ ঘটনার ৬ দিন পর বন বিভাগের কর্মকর্তারা বাচ্চাটিকে উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দা আব্দুস সালাম মিয়া বলেন, চিতাবাঘের বাচ্চাটি বাংলাদেশ অভ্যন্তরে রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের কর্তিমারী বাজারে গভীর রাতে একটি দোকানে ঢুকে পড়ে। পরে বাচ্চাটিকে না মেরে বাড়িতে একটি খাচায় আটকে রাখা হয়।
দোকান মালিক রাসেল ইসলাম জানান, রাত প্রায় আড়াইটার দিকে তার দোকানে বাচ্চাটি প্রবেশ করে। প্রথমে সেটিকে বিড়াল মনে করেছিল সে। খেয়াল করে দেখেন এটি চিতা বাঘের বাচ্চা। পরে বাচ্চাটিকে ধরে খাচায় আটকে রেখেন তিনি। বাচ্চাটি মানুষ দেখলে গর্জে উঠে এবং ভয় পায়। বাচ্চাটিকে বিভিন্ন প্রকার মাংস খাওয়ানো হচ্ছে বলেও জানান তিনি।
রৌমারী বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, গ্রামে একটি চিতা বাঘের বাচ্চা ঢুকে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাচ্চাটিকে উদ্ধার করা হয়।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান খান।
/এএস
Leave a reply