রোহিঙ্গা ইস্যু ছাড়া মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের বিরোধ নেই: নবনিযুক্ত সেনাপ্রধান

|

রোহিঙ্গা ইস্যু ছাড়া মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের কোনো বিরোধ নেই। এই মুহূর্তে দেশটি আগ্রাসী কোনো কিছু করবে বলে মনে হয় না বলে জানিয়েছেন নতুন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। আজ রোববার (২৩ জুন) বিকেলে সেনাসদরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।

সেনাপ্রধান বলেন, মিয়ানমারের সঙ্গে প্রতিরক্ষা কূটনৈতিক আলোচনা অব্যাহত আছে। সেনাবাহিনী সব ধরনের পরিস্থিতিতে প্রস্তুত রয়েছে। এছাড়াও, প্রস্তুত রয়েছে নৌ ও বিমান বাহিনী।

দেশ ও জনগণের সেবায় সেনাবাহিনী সর্বদা নিয়োজিত থাকবে উল্লেখ করে ওয়াকার-উজ-জামান বলেন, যেকোনো দুর্যোগে কাজ করে যাবে সেনাবাহিনী। বিশ্বে শান্তি প্রতিষ্ঠায়ও কাজ করে যাচ্ছে তারা।

এর আগে, রোববার (২৩ জুন) দুপুরে সেনাসদরে সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নেন ওয়াকার-উজ-জামান। বিদায়ী সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত হন তিনি।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply