পুলিশের শীর্ষ পর্যায়ে রদবদল

|

এক অতিরিক্ত মহাপরিদর্শকসহ (আইজিপি) দশ শীর্ষ পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। শনিবার (২২ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেয়া হয়।

প্রজ্ঞাপনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও অতিরিক্ত আইজিপি কৃষ্ণপদ রায়কে পুলিশ সদর দফতরের দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়া, ম্যাস র‍্যাপিড ট্রানজিটের (এমআরটি) ডিআইজি সাইফুল ইসলামকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হিসেবে বদলি করা হয়।

এই প্রজ্ঞাপনে বরিশাল রেঞ্জ ডিআইজি জামিল হাসানকে হাইওয়ে পুলিশের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেয়া হয়েছে।

একইদিনে দেশের ১৪ জেলায় পুলিশ সুপারকে (এসপি) বদলি করে নতুনদের দায়িত্ব দেয়া হয়েছে। জেলাগুলো হলো– রংপুর, কুমিল্লা, সিলেট, কুষ্টিয়া পটুয়াখালী, বরগুনা, বগুড়া, ফেনী, পাবনা, টাঙ্গাইল, নীলফামারী, যশোর, মাদারীপুর ও সুনামগঞ্জ।

/এএম

 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply