জর্ডানের হ্যাটট্রিকে ১১৫ রানে অলআউট যুক্তরাষ্ট্র

|

ছবি: সংগৃহীত

সুপার এইটের গুরুত্বপূর্ণ ম্যাচে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হয়েছে ইংল্যান্ড। যুক্তরাষ্ট্রকে হারাতে পারলেই সেমিফাইনালের টিকিট কাটবে দুই বারের বিশ্বচ্যাম্পিয়নরা। এমন সমীকরণের ম্যাচে টসে জিতে যুক্তরাষ্ট্রকে ব্যাটিংয়ে পাঠিয়ে দারুণ বোলিং করেছে ইংলিশ বোলাররা। ক্রিস জর্ডানের দুর্দান্ত এক হ্যাটট্রিকে যুক্তরাষ্ট্রকে মাত্র ১১৫ রানে আটকে দিয়ে বড় জয়ের পথে এক পা এগিয়ে গেল ইংল্যান্ড।

রোববার (২৩ জুন) বার্বাডোজের কেনসিংটন ওভালে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। ম্যাচটিতে এক পরিবর্তন নিয়ে মাঠে নামে ইংল্যান্ড। মার্ক উডের জায়গায় একাদশে ফেরেন ক্রিস জর্ডান। অপরদিকে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামে যুক্তরাষ্ট্র।

টস হেরে ব্যাটিংয়ে নামা যুক্তরাষ্ট্র প্রথম ওভারেই উইকেট হারায়। রিচ টপলির বলে আট রান করে বিদায় নেন আন্দ্রিয়াস গাউচ। অপর ওপেনার স্টিভেন টেলরও টিকতে পারেননি। ১৩ বলে ১২ রান করে স্যাম কারানের শিকার হন তিনি। ওয়ানডাউনে নামা নিতিশ কুমার দলকে কিছুটা এগিয়ে নেন। তার ব্যাট থেকে আসে ২৪ বলে ৩০ রান। তাকে বোল্ড করে সাজঘরে ফেরান আদিল রশিদ।

অধিনায়ক অ্যারন জোন্স এদিন দাঁড়াতেই পারেননি। মার্কিন এই তারকা বেশ সংগ্রাম করেছেন রান তুলতে। ১৬ বলে ১০ রান করে তিনিও বোল্ড হন রশিদের বলে। কোরি অ্যান্ডারসন ও হারমিত সিং মিলে যুক্তরাষ্ট্রকে টেনে নেন। তবে, ১৭ বলে ২১ রান করে স্যাম কারানের বলে আউট হন হারমিত। হারমিতের বিদায়ের পর সাজঘরে পথ ধরেন অ্যান্ডারসনও।

২৮ বলে ২৯ রান করে অ্যান্ডারজন পরিণত হন ক্রিস জর্দানের শিকারে। পরের বল আলী খান ডট দিলেও ওভারের তৃতীয় বলে উইকেট দিয়ে আসেন। ১৯তম ওভারের চতুর্থ ও পঞ্চম বলে কেনজিগে ও সৌরভ নেত্রবালকারকে ফিরিয়ে হ্যাটট্রিকসহ মাত্র পাঁচ বলে চার শিকার করেন জর্দান। ইংল্যান্ডের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে এটিই প্রথম হ্যাটট্রিক। শুধু বিশ্বকাপ নয়, টি-টোয়েন্টি ফরম্যাটেও এটি ইংল্যান্ডের হয়ে প্রথম হ্যাটট্রিক। সব মিলিয়ে বিশ্বকাপের ইতিহাসে এটি ৯ম হ্যাটট্রিক। চলতি বিশ্বকাপে এটি তৃতীয় হ্যাটট্রিক।

শেষ পর্যন্ত সাদামাটা পুঁজিতেই থামতে হয় যুক্তরাষ্ট্রকে। ১০ রানে ৪ উইকেট নেন জর্ডান। রশিদ-কারান নিয়েছেন দুটি করে উইকেট।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply